যদি চলে যেতেই হয় তবে এখনি চলে যাও;
শুধু শুধু সময় কাটায়ে হৃদয়ে মায়া বাড়াও!
ক্ষণিকের পরশে গায়ে হালকা লাগে;
অল্প ঘষা দিলে-গো তার গন্ধ ভাগে।
দিন যত যাবে মায়ার আবেশ তত-বেশী গাঢ়
বিঁধে যাবে গায়ে ঘষিলে ছাড়েনা জ্বলে আরও।
যাও যদি, যাও এখনি চলে
জড়াবো না তব মিথ্যা ছলে।
ভাল আছি-গো আমি সারাবেলা কাটাই আনমনে;
বিঁধে না কাঁটা জ্বলে না গায়ে, পোড়ে না হৃদয়-সনে!
শূন্যতার মাঝেও অসীম পূর্ণতা পাই;
আপনারে নিয়ে আপনি শুধু গান গাই।
কারও ধার ধারি না, পাই না কারেও আপন করে
দিলেই যদি পাওয়া যায় তবে দেবো কার ঘরে?
ভাবি শুধু মন দেবো কারে-
আজীবন যে পাশে রবে তারে?
দোটানা ভাবনায় অন্তর গহিন অনলে জ্বলে;
থাকার ইচ্ছা প্রবল হলে থাক শক্তির সবলে!
ছুড়ে ফেল সংশয় চাঙা কর গো মন;
থাকিব বলে ইচ্ছা শক্তি বাড়াও ক্ষণ।
এভাবে চলে যেও না, হারিয়ে যেও না হৃদয় হতে-
ফিরে আর পাবে না যা হারাবে তুমি অতৃপ্ত মনোরথে।
আজীবন থাকো গো সব ভুলে
মায়াডোরে বাঁধিব দুজনে মিলে।