হেমন্ত রাতের মুক্ত আকাশে তোমারে খুঁজি।।
চাঁদহীনা সন্ধ্যা তারা পশ্চিমের আকাশে
মায়াবী দ্যুতি ছড়ালো ভালবাসা প্রকাশে
মিটিমিটি করে সে হাসে গো-
তোমার অভিলাষ আমি বুঝি গো বুঝি।।
হেমন্ত রাতের মুক্ত আকাশে তোমারে খুঁজি।।
রাতের গভীরে নিশাচর পাখি উড়ে
বনের ফলজ বৃক্ষের প্রশাখা জুড়ে
খাবার সন্ধানে আসে গো-
তোমার খোঁজে আমি মাথা গুঁজই গো গুঁজই।।
হেমন্ত রাতের মুক্ত আকাশে তোমারে খুঁজি।।
নিশি কৃষ্ণপক্ষের আঁধারে চোখ মেলে
আকাশগঙ্গার লক্ষ তারার শত দলে
রয়ে যাবে আমার পাশে গো-
তোমার টানে ঘুরে আসি রোজই গো রোজই।।
হেমন্ত রাতের মুক্ত আকাশে তোমারে খুঁজি।।