তুমি অমন করে আর চেও-না পানে
শুধু চেয়েই দেখ নাকি আমার টানে-
চাহনির না-বলা কথা নিজেই বুঝতে পার কিনা ?
তোমার পাতকী চাহনি আমার মনে আর সয়না ।।
তোমার ভাবের ইশারা আমি বুঝি-গো
হৃদয়ের তাড়নায় তোমারে খুঁজি-গো-
তোমার চোখের সেই ভাষা
মনে আমার জাগায় দুরাশা;
তোমার ভাষার আশা-নিরাশায় আমি যে কূল পাইনা।।
অমন করে কেন আড়ে তাকাও তুমি
মিষ্টি হাসিতে বাঁকা ঠোটে সেই দুষ্টুমি;
ওই ঠোঁটের চন্দ্রিমা হাসিতে আর যে সইতে পারিনা ।।
যদি মনে লাগে তবে বলে ফেল খুলি
শুধু-শুধু কেন আমায় রেখেছ ঝুলি-
হাসির কারণ তব নাশী
দিবা-রাতি দিয়ে তল্লাশি;
এমন রহস্যময় চাহনির ঘোর আর যে খুঁজে পাইনা ।।