মুহররমের দশ তারিখ, শুধু নয় রোদন
সৃষ্টিকর্তার মহিমায় নিজেরে কর শোধন।
দুঃখ দিয়ে আল্লাহ করে বান্দারে নিরূপণ
আশুরা শোকের পাশে সুখের-ও নিদর্শন।
মুহররমের দশ তারিখে সৃষ্টি বিশ্ব-জগত
মহানপ্রভু প্রিয় বান্দার কুশলে রয় তদ্গত।
আদম-হাওয়া দুনিয়ায় নিক্ষিপ্ত এই দিনে
সাক্ষাত-ও এই দিনে আরাফাত ময়দানে।
মহাপ্লাবনে নূহের কিস্তি পায় মাটির দেখা
ইব্রাহীমের প্রাণনাশে নমরুদের অগ্নিপরীক্ষা।
আঠার বর্ষে রোগমুক্তি হয় আইয়ূব নবীর
নীলনদে ফেরাউন ডুবে রক্ষা মুসা নবীর।
ইউনুছ নবী মুক্তি পেল মাছের উদর হতে
এদিনে ঈসা নবীর রাফা চার-আসমানেতে।
কাবা-ঘরের নির্মাণ শেষ মহিমার এইদিনে
ইমাম হুসেন শহীদ হল ফুরাত ভাসে খুনে।