এখন কারবালায়-শিমার বিন জিল জুশান
হাঁকায় না বর্শা-তলোয়ার-তীর;
হাঁকায় ক্ষেপণাস্ত্র, কেড়ে নেয় হাজার প্রাণ
শান্তির ধর্ম ইসলাম ধ্বংসে অধীর।
আজ ফুরাতের দু’কূলে বহে রক্তস্রোত,
খেলা করে মানবতার যম;
দশই মুহররম শেষ হয়না, হয়না রোধ
আশুরা লেগে আছে হরদম।
ন্যায়-অন্যায়ের যুদ্ধে দামেস্কের ইয়াজিদ
সেনাপতি সাদ-শিমার-সেনান হাসে;
অশুভ কুফার বর্বরতায় কম্পিত হৃদ-
এখনো রাজপথ রঞ্জিত হয় লাশে।
উমাইয়া রাজশক্তি-এখনো বহাল ইয়াজিদ
আছে কুফার গভর্নর ইবনে জিয়াদ;
ন্যায়ের ঝাণ্ডা হাতে অবিরত চলে কাসিদ
তবুও রক্ষা পায়না রাসুলে আওলাদ।
হায় হোসেন! এখনো রব উঠে কারবালায়
আকাশে-বাতাসে বারুদের গন্ধ ভাসে;
সেনান-শিমার এখনও গলায় খঞ্জর চালায়
নিক্ষিপ্ত অগ্নিবাণে লক্ষ শিশু রয় ত্রাসে।
কোথায় পতাকারক্ষী আব্বাস-ই-আলমদার
আবার উড়াও কেতন নির্মল বাতাসে;
আলী আসগর-আলী আকবর, খোল দ্বার
সাকিনা-কাশিম আবার দাড়াও পাশে।