তুমি পাশে দিয়ে হেঁটে গেলে, তবুও চেয়ে দেখলে না ।।
রাগ নাকি অনুরাগ
নাকি গভীর ভালবাসার, আরও কাছে আসার-
জন্যে নিয়েছ বৈরাগ।
জীবনের ভুলগুলি হতেই পারে
ভুলের জন্য তুমি আমার দ্বারে
একবারও যে উঁকি দিলে না ।।
তুমি পাশে দিয়ে হেঁটে গেলে, তবুও চেয়ে দেখলে না ।।
একেই বলে ভালবাসা
নাকি মান-অভিমানের, আরও মনে টানের-
জমানো কিছু নিরাশা।
চাওয়া-পাওয়ার ফারাক হতেই পারে
লজ্জার কি আছে এই হারে
ঠোঁট-মেলে দু’টি কথা বললে না ।।
তুমি পাশে দিয়ে হেঁটে গেলে, তবুও চেয়ে দেখলে না ।।
দূরের প্রেম গভীর হয়
নাকি ভুলে যাওয়ার, আরও দুঃখ পাওয়ার-
বেড়ে যেতে পারে ভয়।
ভয়কে জয় করে মিলন হতেই পারে
অনুরাগে চাও তুমি একটু আড়ে
আমার ডাকে তুমি-তো পিছু শুনলে না ।।
তুমি পাশে দিয়ে হেঁটে গেলে, তবুও চেয়ে দেখলে না ।।