আজ লেখকের লেখনীতে চলছে বিদ্রোহ;
উদরে তার নেই খাদ্য, লেখায় নেই আগ্রহ।
অবৈধ গর্ভজাত শব্দে নিরীহ প্রেমিকার লাশ
রাজপথ জুড়ে শব্দ-বোমায় সৃষ্টি করেছে ত্রাস।
বিবেক জাগ্রতকারী লেখনী ক্ষোভে কাঁদছে
তারই অঝর ঝরায় মিথ্যার ফাঁদে ঝরছে
প্রেম প্রত্যাশী কিশোরীর প্রতারিত জীবন।
ভেঙে যায় অন্ধবিশ্বাসীর তিলে গড়া মন।
লেখনী আর চায় না লেখতে মিথ্যা রায়-
লেখক যতই বলুক সে সত্যের গান গায়।
মালিকানার জোরে তাকে দিনরাত খাটায়;
পাঁচ টাকার লেখনী, পাঁচশত মাইল হাঁটায়।
স্তব্ধ লেখনীর রুদ্ধ মসি, ঝরে না ঝরনায়
ব্যথার বিষাদে হাসপাতালের বেডে কোঁকায়
কৃষ্ণবর্ণ শোণিত ধারা বর্ণীল, হয়েছে রঞ্জিত
আজ লেখনীর বিবেক সম্ভ্রম হয়েছে পরাজিত।