বিক্ষিপ্ত ভাবনার চোরাগলি পথে
হারানো মনটা হারিয়ে খুঁজি;
প্রজাপতি পাখা মেলে উড়ে-উড়ে যায়।
ভাবনাগুলো লুকায় বুঝি-
হারানো মনের অথই তলে হারাই…।
হৃদয়ের স্পর্শকাতর অনুভূতিতে
সুড়সুড়ি দিয়ে জাগিয়ে তুলি;
ঘুমন্ত পেশীতে শিহরণ খেলে যায়!
বুভুক্ষু মনের দরজা খুলি-
হারানো মনের অথই তলে হারাই…।
বারবার ডাকি তারে আয় ফিরে
ব্যাহত হৃদয় ভরিয়ে দিতে;
তিলে-তিলে গড়াবো বিশ্বাসে তায়!
উজ্জীবন-এর গাওয়া গীতে-
হারানো মনের অথই তলে হারাই…।
কর্ণকুহরে আঘাত হানিবার তরে
ছলাকলা ভরা ঝাঁঝালো কথা;
বিঁধে না হৃদয়ে যদি একাগ্রতা পাই!
না বুঝিলে তার মনের ব্যথা-
হারানো মনের অথই তলে হারাই…।