আবেগ দোদুল্যমান কচু-পাতার পানি-
কৃষ্ণ-কালো মেঘের সাঁঝে অরুদ্ধ বৃষ্টিপাত
প্রতিহত করার ব্যর্থ প্রয়াসখানি।
কাঁচা-লঙ্কার ঝাঁজালো স্বাদ অনন্য
তারপরও ঘৃণা করি, কথার ঝালে হৃদয়ে আঘাত;
রাজকীয় স্বাদে রান্নায় কাঁচা-লঙ্কায় হই ধন্য।
সামাজিক প্রথার আবেগে নিয়ন্ত্রণ রেখায়-
অনধিকার প্রবেশে হই দেশান্তরী।
ধিক্কারে ভরে ঘৃণার পুকুর, কি হবে দেখায়?
গোপনে ডুবে-ডুবে জল খাই মন ভরি।
ভাল লাগে, মনে চায় তারে; সেকি তা জানে?
প্রিয় প্রাণী করি কুরবান আবেগ ভরে;
নৈকট্য লাভে প্রভুর দ্বারে সংহারি অন্য প্রাণে
ঝি মেরে বউ শাসন, কেউ তা কি স্মরে?
শুধু আবেগ, তাড়ায়ে নিয়েছে গহিন অরণ্যে-
শিকারি মনের খুশিতে খোঁজে তারে হন্যে।
সামনে বন্ধুর গিরিখাত, বিষাক্ত কীট, হিংস্র প্রাণ;
তবুও, গাঁজার নৌকা পাহাড় ডিঙায়-
আবেগে হই কুল-হারা, ভেসে যায় মান-সম্মান।