শয়তান পরম-শত্রু, মানুষের বন্ধু নহে-
মানবের শান্তি ভঙ্গে, শিরা-উপশিরায় বহে!
শয়তানের চিন্তা শয়তানি করা;
মানুষে-মানুষে বিভেদ গড়া।
একদা শয়তান দলের দলপতি কহিল হাসি-
কে সেরা শয়তান? হতে পারে সর্বনাশী!
বিনাশ্রমে আরও অল্প দামে;
বাধে ঝগড়া আরও উদ্দামে।
ভেবে না পায় শয়তান-কুলের শিষ্য-দল
নহে-সম্ভব অর্থহীন বিনাশ্রমে করি ছল!
গুরু তুমিই দেখাও দেখি;
কীভাবে বাধাও ঝগড়া, শিখি।
স্মিত হেসে গুরু-শয়তান বলে,-শোন শিষ্য
আমার সাথে এলেই দেখবে করুণ দৃশ্য!
ঐ রাস্তার বাঁকের দোকানে;
ভিক্ষুক হও সেজে আদানে।
দোকানি দয়াপরবশ, হাতে দিয়ে কিছু গুড়;
বলে,-বসে খাও, আহা গায়ে নেইকো জোর!
শয়তানীর ছল, ফলিল ফল;
এক চিমটি গুড় ফেলিল তল।
অদৃশ্য শিষ্যদল বলিল-ভূতলে ফেলিলে গুরু?
হাসিতে হেসে বলে গুরু, সবেতে খেলা শুরু।
চেয়ে দেখ খেলা দূর হতে;
ফলাফল গড়ায় কোন পথে।
গুড়ের সুমিষ্ট বাহারি ঘ্রাণে আসে মক্ষী দল;
আপনমনে চেটে খায় রস, নামিল সুখের ঢল!
অদূরেই শিকারি গিরগিটি;
মক্ষী শিকারে হলো না ত্রুটি।
গিরগিটির উদর পূজায় বাধিল গর্তের ইঁদুর;
নাগালে পেয়ে ইঁদুর, ঝাঁপায়ে পড়ে মেকুর।
মূষিক ভক্ষণে খুশি মেকুর;
মেকুর দমনে আসে কুকুর।
কুকুর-মেকুর ধস্তাধস্তি, বাধিল বিষম ফ্যাসাদ;
মেকুর মনিব ভাবিল, পোষারে করিল বরবাদ
মেকুর মনিব লৌহদণ্ড হাতে-
কুকুরের শির লক্ষ করি ঘাতে।
কুকুর মরিলে তেড়ে আসে লাঠি হাতে মালিক;
বাধিল ঝগড়া, দুই দলে চলে অস্ত্রের ঝিলিক!
ব্যক্তি হতে দল, দলে অঞ্চল;
সাম্প্রদায়িক ভেদে আরও চঞ্চল।
শেষে সম্প্রদায় উঠিল ফোঁসে, দেশ হতে দেশে;
রাষ্ট্র হতে রাষ্ট্র, শত্রু-মিত্র বিভাজন চলে ত্রাসে।
ঝগড়া হতে যুদ্ধ ছড়ায় বিশ্বে;
বিশ্বযুদ্ধ বাধিল এ কোন দৃশ্যে?
চেলার দল হতবাক, গুরু-শয়তানের কর্ম দেখে;
তিল হতে তাল ফলিল, মাগনা গুড় রেখে!
তালের গুটি চালাতে যে জানে-
শ্রেষ্ঠ চালবাজ শয়তানের ভাণে।