শরৎ এলো কাশ ফুলে,
ঝিনাই নদীর দুই কূলে।
          বাতাস বহে ঝির-ঝির,
          ঢেউ আছড়ে দুই তীর।

টুকরো-টুকরো মেঘ ভাসে,
উঁকি দিয়ে ঐ সূর্য হাসে।
          বাইড় পেতেছে গুদু মিঞা
          ভাটা-পানির স্রোতে দিয়া।

শেষ বিকেলের পুঁটির ঝাঁক
পাড়ি দিতে খুঁজে ফাঁক ।
          বাঁধের কোনায় কানি-বক
          পুঁটি খাওয়ার বড়-ই শখ!
ফাঁদ পেতেছে ধলুই খাঁ-
অতি লোভে দিয়েছে পা!

থালার ন্যায় সূর্যটা লাল
ডুববে এখন উঠবে কাল।
          কিষাণি ডাকে হাঁস কই-
          সুরে ডাকে-আয় চই-চই।।

(বাইড়> মাছ ধরার এক প্রকার বাঁশের তৈরী ফাঁদ।)
রচনা কালঃ-১২/১০/২০১৫ইং