ত্যাগের আনন্দে এলো খুশির ঈদ
মনের কালিমা মুছে সাদা করি হৃদ!
বনের পশুকে শুধু নয়
মনের পশুরে কর জয়;
তবেই হবে আসল মানুষ, সুন্দর বিশ্বময়।।
ভেবে দেখরে মন, শোনরে কথাখান-
বনের পশুর সাথে মনের পশুরে কি করেছ কুরবান?
বনের পশুর খাসলত ছাড়
মনের পশুরে কুরবানি কর;
ঈমানী শক্তি দিয়ে দেহের পশুরে কর ক্ষয়।।
নিয়তের নজরানাতে ধর্মের বিধান
ত্যাগের মহিমায় কর প্রভুর সন্ধান!
লোক দেখানো যদি কুরবানি হয়
প্রভুর বিধানকে যদি না কর ভয়-
কিভাবে মানুষের হৃদয় তুমি করবে জয়?
শুধু নিজেই খেও না কুরবানির গোস্ত
গরীব দুখীরে বিলায়ে হও মনের দোস্ত;
ভাগী-ওয়ারিশ পাড়া-পড়শি যেন সবাই রয়।
তবেই হবে আসল মানুষ, সুন্দর বিশ্বময়।।