শরতের শুভ্র কাশফুলে
দুর্গা মাতার আগমন!
আরতি আর ভক্তি দানে
ন্যায় প্রতিষ্ঠার শুভক্ষণ।
টাকুর-টাকুর ঢাক বাজে
কাঁসর ঘণ্টা ঠন ঠন!
সকাল-সন্ধ্যায় বাদ্যের তালে
মনটা হয়যে উচাটন।
সার্বজনীন দুর্গা পূজায়
উৎসবে বাড়ে সম্প্রীতি!
নতুন করে বাঁধন বাধি
বাঙালি-পনার সু-স্মৃতি।
দুর্গতি-নাশিনীর আগমনে
পালায় অশুভ শক্তি!
সত্য-ন্যায়ের প্রতিষ্ঠাতা পায়
ভক্ত-কুলের ভক্তি।
(ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করণে রচিত কবিতায় অজ্ঞতাবশতঃ ত্রুটি মার্জনীয়; আপনার সুপরামর্শ গ্রহনযোগ্য। )