বিধাতার বিধিবদ্ধ নিত্যাচারে
নিজেরে করিতে আবদ্ধ;
পতিত হয়ে বহুপদী সংকটে
আপন দুয়ার করি রুদ্ধ।
বঞ্চিত আজি মহতী আসরে
আসিতে পারিনি অনুরথে!
আপদ সারিলে বিপদ সামনে
আপনি দাড়ায় উৎপথে।
পঙ্গপালে আক্রান্ত ফসলি-ক্ষেত
কাব্য ফলানো ভূমিতে-
ভোজনে ত্রস্ত হয়ে আকুল গৃহস্থ
পারিনা তারে দমিতে।
দিন যায় আসে দিন, হারিয়ে যায়
অমূল্য চিন্তার ফসল!
পঙ্গপালে অবিরত খেলে সবই
কেমনে জানবো কুশল?
এ যেন বিধিরই খেল-খেলেছে
রাখিতে দূরে সরিয়ে!
কন্যাদায় পিতার দায়িত্ব পালনে
শূন্য হৃদয়ে ভরিয়ে।
আজ পূর্ণতায় মন যেমনি হাসে
তেমনি উঠে উছলি!
যাক হারিয়ে কিছু কাব্য-ফসল
পড়ে পড়ুক ক্ষণ-পিছলি।