প্রেমের বনে ফুটে না ফুল
প্রেমের কবি তুমি বিহনে!
তোমার কাব্য-সুধায় ফুটে
প্রেমের ফুল প্রেম লগনে।
তোমার প্রয়াণে কাঁদে বন
পুষ্পহীন রুক্ষ মরু-পথে!
বশ্য-বাঙালী খুঁজে কাণ্ডারি
চলে দিক হারা ভ্রান্ত পথে।
দ্রোহের কবি উদয় রবি
ন্যায়ের ঝাণ্ডা উড়ে গগনে!
বিদ্রোহী কণ্ঠ বাজাও ঘণ্ট
অন্যায় রোধে থাক মগনে।
সাম্যের কবি প্রেমের কবি
গাহি আজ বিদ্রোহী গান!
চল্লিশ বছর গেল চলে-
আজি দিনে তোমার প্রয়াণ।