উদ্ভাবক! তুমি মাথা ঘামাও, কর উদ্ভাবন
মানবতার স্বার্থে কর, কর তোমার পণ।
প্রকৃতির খেয়ালে মানব সভ্যতা কাঁদে-
অসহায় আজ তুমি, পড়েছ আপন ফাঁদে।
তুমি বিজ্ঞানী, তুমি সুদূরের ভাবুক;
তোমার সৃষ্টি তোমাকেই মেরেছে চাবুক।
মানব কল্যাণে কর সৃষ্টি, কর ফসল সৃজন-
বুমেরাং হয়ে প্রতিঘাতে কর ধ্বংসের আয়োজন।
বিজ্ঞানী! বন্ধ কর তোমার গুরুমারা বিদ্যা;
এমন সৃষ্টি কর, যে স্রষ্টারে করে শ্রদ্ধা।
যে সৃষ্টির নেই পার্শ্ব-ক্রিয়া, নেই প্রতিক্রিয়া-
শুধু কল্যাণে ব্যস্ত, দেখ পুনরায় ভাবিয়া।
উদ্ভাবক! যখন তুমি বানালে, একটি সরল চাকা
চাকার পৃষ্টে সভ্যতা ঘুরে, আটকে যায় না রাখা।
মন্থর গতি হতে বাড়ে, ক্রমে-ক্রমে বাড়ে গতি-
দ্রুতগতি, আরও দ্রুত, দ্রুততার নেই যতি।
বিশ্ব আজ হাতের মুঠোয়, হচ্ছে আরও ছোট-
সৌরজগত পেরিয়ে গ্যালাক্সির পানে, আরও ফোট।
তখন কি ভেবে ছিলে? এই চাকা যাবে দূর চাঁদে
মানব সভ্যতা ঘুরে, গ্রহ হতে দূর-গ্রহান্তরের সাধে।