হাসপাতালের মাঠে শুয়ে কোঁকায়
পচে গেছে পা, ধরেছে পোকায়;
শূন্য উদর মানব শরীরের কঙ্কাল
ভেসে উঠে দু’চোখে করুন হাল।
মানুষের কথা কেউ ভাবে না কিছু
লাখো টাকা ঢালে হাতীর পিছু।
বানে ভাসা বন্যহাতির কষ্ট খুঁজে;
অদূরে মানব অসহায়, চোখ বুজে-
বিষম ব্যথায় কাঁদে মাটিতে শুয়ে;
মিনতি ভরে জল পড়ে চিবুক চুয়ে।
কোন হতভাগ্যে জনম মানব কুলে
আপন জাতি আপনারে যায় ভুলে।
যদি গো পূনর্জন্ম দাও মোরে প্রভু;
পশু হয়ে জন্মিতে যেন পারি তবু।
{ফেসবুকে দেয়া আলোড়িত এক চিত্রের আলোকে কবিতাটি লেখা। একটি অসহায় বৃদ্ধ পচন ধরা পায়ের ব্যাথায় কাতর হয়ে মাদারগঞ্জ হাসপাতালের সামনে খোলা মাঠে শুয়ে আছে চিকিৎসার আশায়। কিন্তু হায়, কে দেখে দুখির দুঃখ । এর অনতিদূরে (১০/১২ কিলোমিটার) পার্শবর্তী উপজেলার কয়রায় একটি বন্যহাতিকে নিয়ে চলছে মহারণ; চলছে তাকে বাঁচানো মহা পরিকল্পনা। অথচ, বৃদ্ধ অসহায় মৃত্যুর প্রহর গুনছে।}