নিভৃতচারী আমি প্রচার বিমুখ;
হারানো সুরে আমি নাহি খুঁজি সুখ।
নিয়তির স্রোতে গা ভাসায়ে চলি-
আপনার মনের কথা আপনি বলি।
বাক্যের ফ্যাসাদে শব্দ জুটে;
শব্দের তাড়নায় বাক্য টুটে।
জোড়াতালি দিয়ে যদি কবিতা হয়-
কেউ যদি কবি বলে, মনে লাগে ভয়।
কি হবে কবিতার কবি হয়ে?
যদি না নিতে পারি বিবেক বয়ে।
সমাজের দুর্গতি অনিয়ম রোধে;
সর্বদা সত্যকে খুঁজি চোখ মুদে।
জীহুজুর করা কি কবির স্বভাব?
অকবি হতে কি কবিতার অভাব?
মনের আবেগে দু-চার কথা লিখি-
নিজেকে হাল্কা করে আসরে বিকি।
কেউ যদি না কিনে আমার কি?
সর্বদাই ভাবি নিজে, আমি অকবি।