মরুতে নামিল বর্ষার ঢল,
এ-নহে বর্ষণ, কান্নার ছল।
শুষ্ক মরু সিক্ত হলে-ও
তবু ফলে না বিশ্বাসের ফল।
দুগ্ধে ভরাতে পুকুর তল
ঘট লয়ে চাষি আসে দল!
সারাদিন ঢালি রংহীন দুধ
খুঁজে দেখি সবই জল।
দুর্দিনে ভিড়েনি কেহ পাশে
সুদিনে সবাই মিত্র বেশে;
বি-রুক্ষ হাসিতে শ্রদ্ধা ভরে
পাশে ছলিত হাসি হাসে।
হাসিতে হাসি পায় দেখ
গোমড়া-মুখো বলে-হাসি শেখ!
সততার বকশিশ লভিতে
শঠতার যত নাম লেখ।
মোসাহেবিতে দেশ গেল ভরে
স্বার্থ হাসিলের তরে!
সেই-ই পুরস্কার পায়
যার তাপে পূজ্য যায় ঝরে।