ভারাক্রান্ত হৃদয়ে লজ্জা ও ভয়ে
নয়ন কোণে জমিল অতৃপ্ত জল;
হে জাতির পিতা, বাংলার মিতা
তোমায় হারায়ে কাঁদি অনর্গল।
পরাজিত শাসক আঁকিয়াছে ছক
পূনঃপরাধীনতার পরাবে শিকল।
একি করিলি ভবে, তুচ্ছ লোভে
পিতৃ-হন্তারক হ’লি জাতির খল।
উঠায় তর্জনী আমজনতার মণি
তার ইশারায় ঝাঁপায়ে পড়ি যুদ্ধে!
যার বজ্র কণ্ঠে ভীরুতা লুণ্ঠে
অস্ত্র ধরেছে পাক সেনা-রুদ্ধে।
হে মহান, তোমার মহা-প্রয়াণ
দিবসে অনুতপ্ত আজি হারায়ে!
ঘোচাবে রাতি দিকভ্রান্ত জাতি
অধীর আগ্রহে রয়েছে দাড়ায়ে।