প্রকৃতির রুদ্র-রোষে
ছাড়তে হল সঙ্গ!
বানের জলে ভেসে-ভেসে
চলে এলে বঙ্গ।
বাপ-মা চৌদ্দ-গোষ্ঠী
উজান দেশে ফেলে!
আপন ইচ্ছার বিরুদ্ধে
পাঠিয়েছে ঠেলে।
আপন শক্তি পরাশক্তি
কেউ হল না সাথী!
তার চেয়েও বড়শক্তি
বিচ্ছেদ করলো জাতী।
প্রকৃতির খেয়ালীতে
ভাসিয়ে দিলে গা!
বাঁচা-মরা যাই হোক
যেখানে নিয়ে যা।
বিধি কিন্তু বাম নয়
রাম আছে সাথে!
ব্রহ্মার আশীর্বাদে
দিন হয়ে যায় রাতে।
বৃহৎ শক্তি মস্ত দেহের
হস্তি বলেই বাহাদুর!
প্রকৃতির পীড়নে এলে
বানভাসি জামালপুর।
ভাঙলে বাড়ী-ফসল-ক্ষেত
ঘুরলে আরও তিন জেলা!
অবশেষে বশ মেনেছ-
যখন তোমার শেষ খেলা।
কপাল ফেরে তুমি আমার
বঙ্গদেশের মেহমান!
‘বঙ্গ-বাহাদুর’ নাম দিলাম তাই -
বন্ধু ভেবেই সম্মান।