শোন বালিকা,
          ডিঙিয়ে অলকা
সামনে মরুর মরীচিকা!

ঘাটে-মাঠে কুহেলিকা
পথ ভুলায়ে তোমার
          হবে বিভীষিকা।

বুনো ঝিল্লিকা,
          ফেরায়ে বিদিশা
যথার্থ জ্বালাবে দীপিকা !

অলকা-তিলকা দিও না
ভালে, পড়োনা আগেই
          গলে মালিকা।

পূর্ণ কলিকা
          যতদিন না-ফুটে,
খেলা না-ফুরাতে পঞ্চালিকা!

অনামিকা হও নামিকা,
দেখাও দিগ্বালিকা
          আপন ঝল্লিকা।