সাবধান! হুশিয়ার!!
শুধু নয় হুংকার |
ভেঙে দিব বিষদাঁত, ফন্দিবাজ, কুলাঙ্গার;
মিথ্যার বেসাতিতে আর করোনা অংশীদার।
মিথ্যা প্রলোভনে কেউ
সাময়িক ভুলে যায়!
ভুল ভাঙিলে তাই করবে শুধু হায়-হায়
থাকবেনা পিছে, হবেনা মিথ্যার সহায়।
হুশিয়ার! সাবধান!!
পাবেনা আসান |
কেটে দিব কালো হাত, ভণ্ড অবৈধ মস্তান;
দুর্নীতি অনিয়ম করে আর পাবেনা পরিত্রাণ।
ঠকানো ঠগ-বাজীতে
বারবার কর অন্যায়!
মোহ ভেঙে গেলেই শেষ হবে কাল-অধ্যায়
প্রবঞ্চিত জনতা একদিন দিবে শেষ বিদায়।