যতদিন যায়, চলে যায়, আসেনা ফিরে
হিসেবের পাতা ক্ষয়ে ক্ষয়ে ভূতলে পড়ে!
চলে যাবার যা যাবেই চলে, হৃদয় গলে
আপনিই যাবে সময়ের তলে সময় হলে।
আজ এসেছি ভালবাসতে, ভালবেসে যারে
ভালবাসার অমূল্য টানে ভালবাসি তারে!
অটুট সুতায় পড়বে টান, হয়ে খানখান-
দুনিয়ার তাবৎ স্মৃতিগুলো যে হবে ম্লান।
কেউ বলবে, ভাললোক বটে সত্য ফোটে
কেউ বলবে, কর্কশ ঠোঁটে শুধু তর্ক জুটে!
খালি মুখে স্মৃতিগুলি টেকে না বেশী দিন-
নর-কল্যাণে প্রতিদানে যদি না থাকে ঋণ।
ঘুরেফিরে আসে, ভাবনার পাশে বেলা শেষে
পাশকেটে ফিরে দূরে গেলে সরে তবুও হাসে!
তবে কি বেঁধেছে সময়, আমার যাত্রা পথে ?
ক্ষণে পড়ে মনে ফিরে যাব অদৃশ্য কল্পরথে।