আসামীর ভালবাসা বাড়ে পুলিশে
দিয়ে কিছু উৎকোচ গুলি সে
শাস্তি না পেতে গায়!
পড়শির ভালবাসা আসে পরশে
নিঃস্বার্থ লেনাদেনার হরষে
যতদিন স্বার্থে সুখ পায়।
পিতৃ সুখে লালিত ভক্ত সন্তানে
ভালবাসে বাবাকে অনুদানে
যতদিন হাত বাড়ায়!
সে-যে নরাধম মানে না আপন
যদি ছিন্ন করে নাপেয়ে ধন
হিংস্র পথে পা বাড়ায়।
ভালবাসা যদি দেহ সম্ভোগে আসে
প্রেম-পিরিতের উষ্ণ পরশে-
বন্ধুত্ব লাভে হায়!
তবে স্বার্থের ভালবাসার পিছে
নিঃস্বার্থের বন্ধুত্ব হয় মিছে
শুধু সম্ভোগ চায়।