লোকে বলে কলিকাল!
          ভাল কথা যে কয়
                    তারে দেয় বিশ্রী গাল।

ছাগলে চাটে বাঘের গাল!
          মিথ্যাবাদীর দাপটে
                    সত্যবাদীর সমাজ কাল।

কুট-কৌশলে তীক্ষ্ণ চাল!
          সুচরিতের ভ্রষ্টা জোটে
                    পতি খায় এঁটো থাল।

কলঙ্কিনীর ঠোঁট টি লাল!
          উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
                    ধূর্তবান রয় আড়াল।

সত লোকের সবাই কাল!
          সুবিধাভোগী সুযোগ পেয়ে
                    বস্তায় ভরে মাল।

পাকা মরিচে নেই ঝাল!
          কোমলা ডগার কাঁচা খেয়ে
                    খোকাবাবু হয় নাকাল ||