বানের পানিতে ভেসে গেছে, ডুবছে বাড়ী-ঘর!
ও ভাই কিবা আছে ওর, ওদের জন্য কিছু কর||
নামছে পানি উজান থেকে
কল কল ছলাত ডেকে;
ভরছে খাল-বিল রাস্তা-ঘাট, তোরা যা দেখে!
বানে বাসা দুখীর দুঃখ তাড়াও সবে দিয়া অন্তর |
ও ভাই কিবা আছে ওর, ওদের জন্য কিছু কর||
ক্ষেতের ফসল গেছে ভেসে
বাড়ী-ঘর গেছে ধ্বসে;
রান্নার চুলা জ্বলে না-রে, ডুবা চালে রয়েছে বসে!
পেটের জ্বালায় মরণ কামড়, শরীর কাঁপে থরথর |
ও ভাই কিবা আছে ওর, ওদের জন্য কিছু কর||
রিলিফ নিতে কেউবা ঘুরে
ডাঙার খোঁজে অনেক দুরে;
খোলা আকাশে ভিজে-পুড়ে, দিবা-রাতি শাওন-ভাদ্দুরে!
থাকার জায়গা নাইরে তাদের, গগনে যে আড়ম্বর |
ও ভাই কিবা আছে ওর, ওদের জন্য কিছু কর||
বান ভাসির নাইরে কিছু
শত বিপদ নিয়েছে পিছু;
পেটের পীড়ায় মরছে শত, জোয়ান-বুড়া আরও শিশু!
ঔষধ দাও সেবা কর, বস্ত্রহীনে দাও-গো কাপড় |
ও ভাই কিবা আছে ওর, ওদের জন্য কিছু কর||