শাওন মাসে আসলো-রে বান, নদী জলে ভাসা;
নাওয়ে চড়ে তোমার সাথে ঘুরতে আমার আশা ||
বানের জলে ভরছে নদী করছে থই-থই
ঝিনাই নদী উপচে উঠে- বন্ধু তুমি কই ?
প্রেমের টানে মনটা আমার হইলো সর্বনাশা ||
গলুইয়ে বসে নাওয়ের বৈঠা তুমি নিও হাতে
ধীরে-ধীরে বাইও নাও, যখন থাকি সাথে!
ভাসা নাওয়ে ভেসে-ভেসে খেলবো প্রেমের পাশা ||
উজানি সুরে গাইও গান- ঝিনাই নদীর চরে
মধুর সুরে পাগল হব, থাকতে না’রি ঘরে!
তোমার কোলে মাথা রেখে করবো ভালবাসা ||
বাতাসের ঢেউয়ে নাও হেলে-দোলে চলে-
মনের কথা খুলে কব বসে তোমার কোলে!
একূল হতে ওকূল যাব কাটাবো সারা নিশা ||