বাঁচি কার আশায় এই ভব সংসারে
মায়াজালে বদ্ধ মন ভালবাসি যারে!
নিগূঢ় বন্ধনের অদৃশ্য সুতায় বেঁধে-
বৃত্তের পরিধি লঙ্ঘিতে চাইনা সেধে।
শুন্যতায় ব্যথাতুর মন কেমন করে
অমোঘ দৈবী মায়ায় ফিরে যাই ঘরে!
বল, কে দিয়েছে এই পরবাসে থাকি?
আঁতে ঘা লাগিলেই শুধু তারে ডাকি।
ভেবে দেখ পূর্বসূরি পালিয়ে যে পথে
তোমায় ছেড়ে একাকী নৃশংস রথে!
মায়াবদ্ধ অনুসূরী-ও হারাবে তুমি
ছিন্নসুতা মুছে ফেলে চিরতরে ঘুমি।
এ-যে এক তমসাচ্ছন্ন মায়াবী পৃথ্বী
পালাবে সে এনেদিলে যে এই রীতি!
সূনৃত নয় যখন তোমার হবে পালা-
ছিন্ন হবে তবু সত্ত্বরজস্তমোময়ী মালা।