কেমনে বাঁধি এ মনটারে-
                     এ ক্ষণটারে!
ভাবী শুধু দূর অতীতের দিনটারে।
ফেলে আসা সেই দিনে-
                     তুমি বিনে-
ভাবনাগুলি নীল সাগর নেয় ছিনে।

ডুব সাগরে চুপি-চুপি ডুব দিতে-
              হৃদয়ের দুয়ার খোলে;
                               মন ভুলে!
প্রেমালাপে যেতাম আমি সব ভুলে।
প্রজাপতির ডানায়-ডানায় ভর দিয়ে-
            প্রেম সাগরের কূলে-কূলে;
                             দিল খোলে।
ভাসিয়ে দিতে ভালবাসার পাল তুলে।

স্মৃতির পাতায়,
       বিচ্ছেদ ব্যথায়-
দিন কেটেছে দশ কথায়।
      তবু না পাই ভুলে যেতে-
               মনটা করে হায়-হায়।
শাওন ঝরা,
                  মনহরা-
    ঝর-ঝর দিনটা যে হয় সারা!
দূর অতীতের প্রেমটারে,
                     ছাড়তে চাই-
              পুনঃ এসে দেয় ধরা।

কেমনে ভাঙি পণটারে?
         উড়ু-উড়ু মনটারে-
শ্রাবণ ধারায় ঝর-ঝর দমটারে।
দেয় দোলা, হই ভোলা-
         হারিয়ে যাওয়া দিনগুলা।
ইচ্ছে করে, আবার ডুবি-
          প্রেমসাগরের ডুব গুলা।