দিই ধিক্কার, করি চিৎকার; শুন হে কানা জঙ্গি!
তোরা ধর্মের নামে হত্যা করিস মানুষ।
ধর্ম তোর লেবাস মাত্র, লেবাসধারী ধর্মের ছায়ায়
সিদ্ধি লাভের আক্রোশ।
ধর্ম তোর লেবাস মাত্র, কর্মে কোনই ধর্ম নেই;
ভিন্নমতের অজুহাতে অস্থির কর ধর্মকেই!
ধর্মহীনের দোসর তুই, ধার্মিকেরই ছদ্মবেশ;
ভ্রান্তপথ অজ্ঞ-সরল অগাধ তত্ত্বের নেইকো রেশ।
হীন কর্ম সম্পাদনে ভাল-মন্দ না বুঝেই-
ঝাঁপায়ে পড়িস জঙ্গি নামে সত্য পথ না খুঁজেই।
লেবাসধারী ধর্মগুরুর জপ-মন্ত্র পাঠ করিস;
পরকালের মিথ্যা লোভে অন্যে মেরে নিজে মরিস।
এই অন্ধ দিন কানা! কে শেখাল মিথ্ খানা?
ভিন্ন মত হলেই সে-কি মানব জনম হয় মেকি;
ধর্মমতের অপ-ব্যাখ্যায় নেই রে তা তোর জানা।
নিশ্চিত তোর দুরভিসন্ধি, ভর করেছে শয়তানে
ইসলামের কলঙ্কলেপন, ইচ্ছা করেই ধ্বংস আনিস-
শঠ-প্রবঞ্চক তার পানে।
তোর কথিত ভিন্নমতে খোঁচা দিয়ে কি করলি-
লক্ষ-কোটি মুসলিম মেরে অকাতরে তুই মরলি।
ধিক তোর ধর্মপ্রীতি, ধিক তোর দুষ্ট-নীতি;
সকল ধর্মের সাচ্চা ধার্মিক গড়ে তুলবে সম্প্রীতি।