এই চুপ্! কথা বোলো না, শান্তিতে ঘুমাতে দাও!
কাকের বাচ্চার মতো কা-কা কর কেন?
হুজুর! আপনি মহান, কষ্ট পাই বলে করি রাও;
আপনার পদাঘাতে বুকের দম-বন্ধ হেন।
আরে ব্যাটা! পাশাপাশি দাঁড়ালে লাগতেই পারে
অযথা চিৎকারে পরিবেশের ক্ষতি কর।
হুজুর! দম বেরিয়ে যাচ্ছে, আর বলব কারে?
আপনিই আমার নিকট বন্ধু, নহে পর।
শুনেছি তো! চিৎকার করলে যে অন্যে জানবে
আমার মান-সম্মান ধুলায় যাবে মিশে।
(মনে-মনে)
শালা! আমার দম যায়, ও বলে,-অন্যে জানবে;
প্রতিবাদ না করলে মারবে এভাবেই পিষে।
(মতলব মনে)
চিৎকারে শব্দ-দূষণ!! তাহলে পায়ে একটু দেই চিমটি;
ব্যাথার ত্রাসে যদি টানে ব্যাটার আগ্রাসী পা।
(ব্যাথা পেয়ে)
উহ্ কি দুর্ধর্ষ! হতভাগা নচ্ছার, পায়ে দিয়েছে চিমটি;
এযে সন্ত্রাস! শান্তিকামীদের কষ্ট দেয়, আর করে কা-কা ||