আষাঢ় গেল শাওন এলো
নদীতে এলো রে বান!
অভাগিনীর বাপের বাড়ী
যাইতে লাগে মনে টান ||
গেল বছর নায়ে চড়ে
নাইওর করছি কত !
নাও ছাড়া যাওয়া যায়না
নদীই সহজ পথ ||
বাপ-মা’য় প্রতীক্ষায় রয়
ঝিনাই নদীর ঘাটে!
নিতে আসতো সাঁঝের বেলা
হাজি পুরের হাটে ||
বাপের বাড়ী আড়ং হাঁটি
পতির বাড়ী মধ্যের চর!
নদী পথের দুই ধারেতে
ফসল ফলে নিরন্তর ||
আষাঢ়ের ভাসা পানিতে
ডুবো-ডুবো করে বাড়ী!
পূবালী বাতাসে উঠে ঢেউ
ঘরে থাকতে না পারি ||
পতি গেছে পাট কাটিতে
বানে ভাসা বাদুরী চরে!
যৌবনে উথাল-পাতাল
কেমনে থাকি একলা ঘরে ||