ভোলা ইশকুলে যায়-পড়া ভুলে যায়,
মনে থাকেনা বলে-মাস্টার কান মলে!
গবেট-মূর্খের কান মলা খেতে হয় ||
ভোলা রেগে বেহুশ-এই কানের যত দোষ,
কথা শুনার তরে-কানের লতি গেছে বেড়ে!
এই কান দুটোর জন্যই তার যত ভয় ||
লম্বা লতি দুটো-যদি করে দিই খাটো,
তবে মাস্টার বেটায়-সে কিভাবে হঠায়?
মাস্টারের বাহাদুরি একদম হবে ক্ষয় ||
এটাই মোক্ষম মত-আর নেই কোন পথ,
হয়েছে যত জঞ্জাল-আবেগে দেয় গাল!
কানে শুনিতে লতির কি আছে দায় ||
লতি না হলেই বা কি-ছিদ্র দিয়েছে রাখি,
শুনা তো যাবে না বাদ-ভাবে গভীর রাত!
কেটে দেখি একবার ভাল হবে নিশ্চয় ||
ধারালো চাকু নিয়ে-কেটে দিল হাত দিয়ে,
চিৎকারে বলে ও’মা-রক্তে ভাসে জামা!
লজ্জায় পড়ে বন্দি রহে আপন আলয় ||
ব্যথায় কাতর বটে-পাড়ায় গেল রটে,
সকলেই বলে হায়-ভোলার বুদ্ধি নাই!
ভোলায় কয়, ঠকেছে মাস্টার মহাশয় ||
কান গেলে নেই ক্ষতি-মাস্টারের দুর্গতি,
ধরবে ব্যাটা কি আর-শিক্ষা হবে এবার!
তবুও রক্ষা, পাবে লজ্জা হতে আশ্রয় ||