জ্বর উঠেছে কাঁপি-
ডাক্তার দেখেছে মাপি;
একশ চার ডিগ্রি তাপ বইছে শরীরে।
বিষম মশার কামড়ে
ম্যালেরিয়া ধরেছে চাপি;
ভাল কি হবে না গো কুইনাইন না ভরিলে।
রক্ত খেয়ে জীবন বাঁচাতে মশার যত দোষ
জেনে আমায় দংশিতে তার হয়নি গো হুশ।
মশার কাজ মশায় করেছে আমার হবে কি?
ভেবেছি বসে কুইনাইন যদি নিজের বিষে-
দিবা-রাতি আপন গরিমায় আমায় পিষে;
ম্যালেরিয়া তাড়িয়ে ক্যান্সার হয় না-কি?
কুইনাইন খেলে জ্বর সারে
কুইনাইন সারবে কে?
ঈষত পীড়ায় কাতর হয়ে
গতর ডুবালো যে ||