উপর চক-চক ভিতরে মাকাল
লেবাসে ধার্মিক অন্তরে আকাল।
বন্ধু-বাত্সল্যে দুরভিপ্রায় থাকে
দূর-ব্যাপ্ত কল্পনার ফল আঁকে।
বিশ্বাস ভঙ্গে প্রতিনিয়ত আদর
পেটে-পেটে মিল আপ্রান কদর।
আপন ধ্বংসে আপনারে আপন
অন্যের সান্নিধ্যে গলে-না মন।
অবিশ্বাসী হানে বিশ্বাসের কুলে
তিলে-তিলে বিবর্তন আস্থামূলে।
ধার্মিক জন হও আরও কুশলী
প্রাকৃতকর্মার রটনা সম-কুহেলী।