শৃগালের অভুক্ত উদর,
খুঁজে উচ্ছিষ্ট ডাষ্টবিন!
শত্রু এড়াতে নিশাচর,
নাগালে পেলে নাচে ধিন্!
আনন্দে গেয়ে উঠে হুক্কা-হুয়া।
কুক্কুরের বসতি মনিবে,
খুশিতে নাচায় লেজাগ্র!
অনুরাগী সে যেন সবে,
নিষ্ফল দম্ভে একাগ্র !
মনিবের পাশে সাজায় নাটুয়া।
কেউ আপনারে
রাখিতে পূত
কষ্টে কাটে দিন!
কেউ পর-ঘাড়ে
বসে আয়েশে
কাটায় চিন্তাহীন।