হে আমার প্রতিপালক, ও-হে দয়াবান !
মহিমায় আবৃত এ রাতে অবতীর্ণ করেছ কোর-আন ||
এ রাতের ফজিলত শেষ হবেনা করে বর্ণন
হাজার মাসের শ্রেষ্ঠ রজনীর এসেছে শুভক্ষণ!
কবুল করে নাও হে দয়াল আমি যে পেরেশান!
মহিমায় আবৃত এ রাতে অবতীর্ণ করেছ কোর-আন ||
তোমার আদেশে অগণিত ফেরেস্তা আর জিব্রাঈল
শান্তির দূত হয়ে রহমত করে-গো নাযিল!
ফজরের আগেই কবুল করে নাও হে রহমান!
মহিমায় আবৃত এ রাতে অবতীর্ণ করেছ কোর-আন ||