সুক্ত-মন্ত্র অপাঠ্য রয় স্তুতি কয় লোভে
ক্ষুদ্রাংশের খন্ডবাক্য প্রকাশ করে সবে!
ব্রাহ্মণ আপন লাভে বলে এটাই ঠিক-
মন্ত্রের সারকথা এতেই পাবে অধিক ||
নিজ স্বার্থে নির্ধারক, পাল্লা করে ভার?
খাবলায়ে সমান করে বাড়তি টুকু তার!
নিন্দুকের মুখ ঢাকতে খুড়া যুক্তি দেয়-
সিস্টেম লসে বাড়তি টুকু হয়েছে ব্যায় ||
দক্ষতা দেশের সম্পদ উৎপাদনের চাবি
জ্ঞানী-গুনী বিজ্ঞজনের হরহামেশা দাবি!
বলি তবু মানি কম স্বার্থ যখন নিজের
তেল মেরেই অর্থ এলে কে হয় কাজের?
জাতি যদি বিজ্ঞ হয় মূল্য দিবে তারই
দক্ষতায় পদোন্নয়ন সনদ শুধু ভার-ই।
বস্তা-পচা সনদে দেশের বোঝা বাড়ে-
কথায় নয় কাজে হয়, দাম দাও তারে ||