দ্রব্য-মূল্য নির্ধারণে নাই রে কোন স্কেল-
ইচ্ছামতো হাঁকায় দাম, কে দিবে-রে জেল?
জবাবদিহি করে না, পকেট কাটে ক্রেতার;
ইচ্ছাকরে না নিলেও লোভ দেখায় জেতার!
মার্কেটে ঢোকার সাথেই চটকদার অফার,
শার্ট কিনলে প্যান্ট ফ্রি, সম্ভাবনা পাবার!
পণ্যের গায়ে সিল মেরে এক-দরে বেচে
ভদ্রতা রক্ষার্থে কিনতে হয় না-যেচে ||
হকার মার্কেট ফুটপাতে, পণ্য সারি-সারি-
ভিড়ের মাঝে ঠেলাঠেলি মান-সম্ভ্রম হারি!
দ্রব্যের গায়ে হাত দিয়ে যদি করেন পরখ
দামখানি বলতেই হবে, না থাকলেও শখ!
যদি বলেন, দাম কত? ফেঁসে গেলেন তবে,
কথার প্যাঁচে ফেলে সে পকেট কেটে ল’বে!
প্রকৃতের দশ গুন বেশী দাম তারা হাঁকে-
অর্ধেকের কিছু বেশী বলতে পারেন তাকে!
যদি তারও কম বলেন তবে নাই নিস্তার,
তিরস্কারের বাণ ছোড়ে প্রভাব করে বিস্তার!
“কি বলছেন এসব দাম! সুতাও পাবেন না
জিনিস কিন্তু এক নম্বর; বাজে লইবেন না!
আরও কিছু বাড়াইয়া দেন যদি নিতে চান”।
বাধ্য হয়েই নিতে হবে যদি বাঁচাও সম্মান!
দামাদামির বাজারে ক্রেতা সকল নির্বোধ;
অর্থলোভী বিক্রেতাকে সবাই কর প্রতিরোধ।