ঝুমুর ঝুমুর বৃষ্টি পড়ে
যেও না ঘরের বাইরে!
গুড়ু গুড়ু দেয়া ডাকে
বর্ষায় ভরসা নাই-রে!
কড়াৎ কড়াৎ পড়ছে ঠাঠা
কি ভীষণ শব্দ!
ভয়ে বাড়ে হৃদয় কাঁপন
কানে লাগে স্তব্ধ!
ব্যাঙ ডাকে বিলের ধারে
প্রেমের আলাপন!
ঘ্যাংগর-ঘ্যাং সংগীতে
বাড়ায় জ্বালাতন!
বর্ষণে মাঠে-ঘাটে
শুকনো জায়গা নাই!
খাবারের অভাবে
হাম্বা রবে ডাকে গাই!
আষাঢ়ে ভাসা হাওড়
ঢেউ তুলে তুফান বায়!
শত বিপদ মাথায় নিয়ে
গৃহস্থ মাঠে যায়!