আজ খুশির
          জোয়ার বইছে,
দিকে-দিকে রঙিন সাজ!
          দেখ সবাই
          হাততালি দাও,
বল শুভ জন্মদিন আজ।

          এই দিনাঙ্কে
          সন্ধ্যার পর-
এশা’র রাতে হও ভূমিষ্ঠ!
          আট-আষাঢ়ে
          মেঘলা আকাশে,
তুমি ভাসিয়ে দিলে ভূপৃষ্ঠ।

          প্রথম প্রহরে
          জানান দিয়ে-
যখন নামলে ধরার বুকে!
          অঝর ধারায়
          ঝরছে আকাশ,
সাধ্য নেই তা কেউ রুখে।

          আনন্দে সব
          উঠলো গেয়ে,
‘মারহাবা সে তুম মিলা’
          সাত সাগর
          সেচে আনলে-
অমূল্য নীল সাগরের নীলা।

                    বাবা-মায়ের
          কুল জুড়িয়ে-
চারিদিকে ছড়ায়ে জ্যোতি!
ধন্য সবাই
          তোমার কাজে,
                    উদয় হউক নব-অনুভূতি।

                    আজকে যেমন
          সারা জনম,
তোমায় করি-গো দোয়া!
দুনিয়া জোড়া
          তোমার কর্মে-
                    সবে পায় যেন গো ছোঁয়া।

ধন্য হউক
          দেশের মানুষ,
ধন্য তোমার মাতা-পিতা!
বুক ফুলিয়ে
          হেসে বলবো-
‘নীলা যে আমার দুহিতা’।

জন্মায়তি হয়ে
          স্বামী সংসারে-
সকলেরে ভালবাসা দিও!
মন খারাপে
          সন্তানের মাঝে-
আমায় তুমি খুঁজে নিও ||

(২২শে জুন আমার দুহিতার জন্মদিনের স্মারক কবিতা)