ধরুণ নিজে-আপন ঘরে দেখছেন বসে টিভি
হৃদয়-গ্রাহি ধারাবাহিক কিম্বা ভূতের ছবি;
এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ গেল চলে-
তখন বলুন কেমন লাগে? মনটা কিযে বলে।।
কম্পিউটারে বসে লিখছেন অনলাইনে লেখা
পেশ করতে যাবার সময় নেটের নাই দেখা;
লোডিং চাকা ঘুরছে শুধু এমন সময় কালে-
তখন বলুন কেমন লাগে? মনটা কিযে বলে।।
অফিস যাবেন সময় নেই গেছেন গোসলখানায়
হাতে-মুখে সাবান মেখে ভরে দিছেন ফেনায়;
ঠিক তখনি সড়াত্ করে পানি গেল তলে-
তখন বলুন কেমন লাগে? মনটা কিযে বলে।।
দূর-ঠিকানায় যাবেন যখন ধরবেন জরুর গাড়ি
সময় মতো না পৌঁছুলে দিবেন তোমায় আঁড়ি;
ষ্টেশনে পৌঁছার আগেই গাড়ি ছেড়ে দিলে-
তখন বলুন কেমন লাগে? মনটা কিযে বলে।।
মুঠোফোনে বন্ধুর সাথে প্রেমের আলাপ করছি
উজাড় করে হৃদয় দিয়ে রসের কথায় মজছি;
কথার মাঝে ভিলেন হয়ে বেলেন্স শেষ হলে
তখন বলুন কেমন লাগে? মনটা কিযে বলে।।
জীবন ভরে এমন কত অনিবার্য কাজে
বিড়ম্বনার শিকার হয়ে পড়ি কত লাজে;
তখন সবাই বলি, ওই অকর্মা-রে পেলে-
কুচি-কুচি করবো তারে, মনটা রেগে বলে ||
(বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুপুর হতে বারবার চেষ্টা করেও শেষ পর্যন্ত রাত ১১ঃ১৫ মিঃ এ আপলোড করলাম। এহেন পরিস্থিতিতে আগের কবিতাতে মন্তব্যের জবাব গুলিও দিতে পরিনি; এখন বলুন কেমন লাগে? মনটা কিযে বলে!!)