নিজে ছেঁড়া জামা পড়ে
আমায় দিতে নতুন;
               এক বসনে বছর পার
               ছিল যে বাবার গুন।

নিজের অভাব যতই থাক
বলতো না মুখ ফুটে;
               শত দুঃখ গায়ে মেখেও
               থাকতো হাসি ঠোঁটে।

ঝড়-ঝাপটা যতই আসুক
ছায়াবৃক্ষ হয়ে;
               সংসারের ঘানিটা
               নীরবে যেত বয়ে।

বাবা যখন আদর করে
তুলে নিতে পিঠে;
               হাত দুটো হাতে ধরে
               বলতো করে মিঠে।

যেন বিশ্বের সর্ব সুখ
আমার হাতে ধরা;
               ভালবাসার সেতুবন্ধ
               বাবার হাতেই গড়া।

বাবা হলেন বটবৃক্ষ,
মা গলার হার;
               জগতে যা-ই বল,
               তুলনা নেই তার।

বাবা তুমি, আমার বাবা,
যেমন আমি থাকি;
               তোমার মতো হতে চাই,
               তোমায় বাবা ডাকি।