মেঘের ঘোমটা পড়ে
গুড়-গুড় ডাকে দেয়া,
আকাশ কাঁদে!
আষাঢ় এসেছে
ঘন বর্ষণে উচাটন মন
পড়েছে ফাঁদে ||
অবিরাম ঝরা,
ঝরছে আকাশ,
মন কেমনে বাঁধি!
আষাঢ় মাসের
ভাসা জলে উপচিয়ে
পড়ে দু’কূলে নদী ||
টাপুর-টুপুর তালে
নিরস মনে কামনার
জোয়ার বহে!
এমন অস্থির মনে
সজনী পাশে না এলে
কি প্রাণে সহে ?
টিপ-টিপ পড়ছে বারি,
দিবা-রাতি ঝরে
সমান তালে!
নেশা ধরে কানে
রিম-ঝিম গানে, যখন
পড়ে টিনের চালে ||
বাতায়ন পাশে
বসি আনমনে কষি
হারানো প্রেমের ছবি!
মধুর রোমন্থনে
স্তম্ভিত না ফিরে, আরও
চায় বার বার ভাবি ||
কদম পুঞ্জে
পুষ্প-রেণুতে থরে-থরে
সাজানো আষাঢ় স্মৃতি!
ভুলিতে না চায়
মনে থাকুক জনম
হৃদয়ে আষাঢ় প্রীতি ||