কর্তব্য বোধের পাতানো বিমোহ ক্ষণে
তোমার প্রয়োজনে দিয়েছি নিঃস্বার্থ সেবা!
বিবেকের দংশনে ক্ষত-বিক্ষত মনে
হৃদয়ের অন্তঃস্থলের দুঃখ খুঁজে কে-বা?
রূপের ঝলকে অঙ্গের ঠমক ধরে
কৃষাণীর প্রেম-কুঞ্জে কুলা-য় সাজন উঠে!
অর্থে বেচা-কেনা ভালবাসার ঘরে
নিরর্থক কর্মহীন ভাঙা কুলা পদে লুটে।
উৎসবে আর শোভা বাড়ে না মোর
কৃষাণীর বিয়েতে যে হয়না ফুল তোলা!
সুখের সাথী হতে না পেলেও তোর-
কলঙ্কের ছাই ফেলতে লাগে ভাঙা-কুলা।