সুজলা সুফলা সোনার বাংলার খাঁটি গান গা’ব;
নির্ভীক কণ্ঠে সুর তুলে বলি আমি সৈনিক হব।।
যত ভয়ংকর হায়েনাদের লালসার শিকার
রক্ত মাংস খাবলে খাচ্ছে মাতৃভূমি বাংলার!
মা, তোমার বুকে আর দিতে দেবো না আঁচড়
জন্ম যখন নিয়েছি, তোমার নেই কোন ডর!
শত্রু বিতাড়নে মুক্তির জন্য অস্ত্র হাতে নিব;
রণ সাজে সাজিয়ে দাও মা, আমি সৈনিক হব।।
অনাচার-অবিচারে ভরেছে, শরীর ক্ষত বিক্ষত
তোমার মোহিনীয় রূপের লালসার শিকার শত!
শরীরে বাসা বেধেছে আজ দুর্নীতির ক্যানসার
এ মরণ ব্যাধি হতে বাঁচাতে হিম্মত আছে কার?
আত্মবিশ্বাসে বলীয়ান আমি, তোমায় ফিরিয়ে পাব;
তুমি আর বাঁধা দিও না মা, আমি সৈনিক হব।।
দুর্যোগের কাণ্ডারি তোমার দামাল ছেলেরা আজ
অনিয়ম-অব্যবস্থাপনা দূরীকরণে করেছে কাজ!
দেখ শক্ত হাতে ধরেছে অস্ত্র, জীবন বাজী রেখে
শুধু দেশেই নয়, সারা বিশ্বে নাম দিয়েছে লিখে!
আমিও তাই সৈনিক হয়ে মায়ের মর্যাদা দিব;
অন্যায় অবিচার দূর করতে- আমি সৈনিক হব।।