এক নিশিত রাতে ভ্রান্ত পথিক
নদীর কূলে হাঁটে;
নিবিড় অন্ধকারে পাথর ভর্তি
বস্তা পায় সে ঘাটে!
আনমনে হেলায় অলস সময়
বসে নদীর ধার;
সময় ক্ষেপণে দারুণ উপকরণে
রাত্রি হবে পার!
নির্বোধ পথিক একেক টি করে
পাথর নিয়ে হাতে;
নিক্ষেপ করতে থাকে দূরে-
নদীবক্ষে পড়ে যাতে!
সারারাত কাটিল, রাত্রি পোহায়ে
যখন সূর্য উঠি;
শেষ নিক্ষিপ্ত প্রস্তরটি
তখন চিক-চিক করে ছুটি!
আলোকচ্ছটায় ভ্রম ভাঙে
বুঝিল এ নয় পাথর;
মহামূল্য হীরা খণ্ড গুলি
না দেখেই করিল পর!
স্রোতা নদীর জলে ডুবন্ত
হীরা গুলি খুঁজে না পায়;
অবহেলায় যা হারায় তা কি
আর খুঁজে পাওয়া যায়?
নদীর ঘাটে বসে পথিক
বোধোদয় হল শেষে-
হীরক তুল্য দিন গুলি তার
হেলায় গিয়েছে ভেসে!
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
যখন উদয় হয়েছে বোধ;
কেঁদে বলে সাবেক জীবন
ফিরিয়ে দাও হে মা’বুদ!