সিয়াম সাধনায় আত্মসংযমে হও বলীয়ান
রমাদানের হুকুম পালনে হও আগুয়ান!
শুধু উপোষ থাকি দিনান্তে হয় না রোজা
মুখনিঃসৃত বাক্যে দিও না কাওরে সাজা!
বাক-সাধনায় সংযমী হয়ে উত্তম ভাষায়
নিজেকে বিলাও সত্য-ন্যায়-শালীনতায়!
চোখের সংযমে দৃষ্টিপাত শুভ হয় যেন
উপোষ রয়ে কুদৃষ্টিতে নফস টলে কেন?
অন্যায়-অবৈধ কর্মে যদি কর উপার্জন
সিয়াম পালনে পরিশুদ্ধ হবেনা সে ধন!
দামী-দামী খাবার খাও সাহরী-ইফতারে
তৃপ্তির ঢেকুর তুলে ঘুমাও শীতলাগারে!
সাধনার ফল পূর্ণ ফলে না শুধু উপবাসী
ধার্মিক সেজে বিড়ম্বনায় হয়েছ আগ্রাসী!
অপূর্ণ উদরে অতৃপ্ত মনে পুড়ায়ে কালিমা
হুকুম আহকাম মেনে, বাঁধনে বাঁধ সীমা!
দেহের প্রতিটি অঙ্গের কর সিয়াম সাধন
মনে পবিত্রতা রাখি করিও অসুর নিধন।