মুঠোফোনের নিত্য নতুন
আসছে কত অফার;
কোনটি ছেড়ে কোনটি নিবে
দৃষ্টি কাড়ে সবার!
সেট কিনলে টক-টাইম ফ্রি
যত টাকার দাম;
মাগনা-মাগনা কথা বল
বাড়বে নিজের নাম!
আরেক অফার সারারাত
পয়সা কাটবে কম;
প্রেম সাগরে ভাসাও মন
যতই থাকুক দম!
ইন্টার নেটের বাইট ফ্রি-
নয় টাকা ভরলে;
পর্নো- সাইট ভিজিট করো
মনে রঙ্গ ধরলে!
ইন্ট্রগ্রাম ও হুয়াটস অ্যাপে
চ্যাট কর বেশী;
সরাসরি ভিডিও কলে
দেখাও তোমার পেশী!
গ্রামীণ-বাংলালিংক-টেলিটক
রবি-এয়ারটেল;
অফারের প্রতিযোগীতে আছে
আরও সিটিসেল!
কার চেয়ে, বেশী কে দেবে
চলছে কঠিন পণ;
অবান্তর সব অফার দিয়ে
কাড়ছে সবার মন!
আচ্ছা বলি, শোন তোমরা
আছ যত অপারেটর;
যুবক শ্রেণীর কোমল মনে
করছ কেন ভর!
ফাটাফাটি অফার ছেড়ে
আসল কথায় আস;
জিলাপি-প্যাঁচে ঠকান রেখে
সরল মনে হাস!
এক পয়সা এক মিনিট
সবার বেলায় ঠিক;
এক টাকায় এক জিবি
কঠিন হলেও বিক!
ভোজবাজির ফালতু খরচ
সব কমে ধর-
সরাসরি টাকা নিয়েই-
তোমার ব্যাবসা গড়!